শিরোনাম
সোনারায় শাহ কলমদার মাজার শরিফ
স্থান
নীলফামারী জেলা শহর থেকে উত্তরে ১৯কিঃমিঃ ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় ১ নং ওয়ার্ডে সোনারায় বাজারের পশ্চিম পার্শ্বেই ৩০০ শত গজ দূরে শাহ কলমদার মাজার শরিফ অবস্থিত । আসার জন্য আমন্ত্রন রইল , ধন্যবাদ ।
কিভাবে যাওয়া যায়
নীলফামারী জেলা শহর থেকে উত্তরে ১৯কিঃমিঃ ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন অবস্থিত শাহ কলমদার মাজার । প্রতি বছর বাংলা সনের ২৭শে বৈশাখ মাজারের উরুশ শরীফ অনুষ্ঠিত হয়। সেখানে আশে পাশের বিভিন্ন জেলা ও উপজেলার লোকজনের সমাগম হয়। ডোমার উপজেলার দক্ষিনে ৩ কিঃমিঃ অবস্থিত। যাতায়াত ব্যবস্থা ভ্যান, রিক্সা, মটর সাইকেল, সাইকেল, অটো মাধ্যমে যাওয়া যায়।
বিস্তারিত
সোনারায় ইউনিয়ন থেকে পূর্ব দিকে ২/৩ কিঃমিঃ দূরে সোনারায় ১ নং ওয়ার্ডে সোনারায় শাহা কলমদার মাজার শরিফ অবস্থিত ।